আকাশ স্পোর্টস ডেস্ক:
টিকিট না পেয়ে গাছে উঠে খেলা দেখেন অনেক ভক্তই। ভারতে ক্রিকেট স্টেডিয়ামের বাইরেও এমন দৃশ্য দেখা যায়।
এবার প্রিয় দলের খেলা দেখতে আস্ত একটা ক্রেন ভাড়া করে নিয়ে চলে এসেছেন এক দর্শক! সেই ক্রেনের মাথায় বসে পতাকা নাড়তে নাড়তে নিশ্চিন্তে খেলা দেখলেন তিনি।
এমনটাই ঘটেছে তুরস্কে। তুরস্কের ফুটবল ক্লাব ডেনিজলিসপোরের এক সমর্থক এই কাণ্ড ঘটিয়েছেন।
ওই ভক্তের এই কাণ্ড দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যেও রীতিমতো হইচই পড়ে যায়। অনেকেই ওই ভক্তের ক্রেনে বসে খেলা দেখার ছবি এবং ভিডিও তুলে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন।
আকাশ নিউজ ডেস্ক 

























