অাকাশ জাতীয় ডেস্ক:
এ বছরের চার মাসে কোস্টগার্ড ৩১২ কোটি ৬৭ লাখ টাকার ইয়াবা জব্দ ও ধ্বংস করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী। তিনি বলেন, জব্দ ও ধ্বংসকৃত ইয়াবা সংখ্যায় ৬২ লাখ ৩৮ হাজার পিস।
সোমবার আগারগাঁয়ে কোস্ট গার্ডের সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কোস্টগার্ডের মহাপরিচালক।
তিনি বলেন, ২০১৬ সালে ২৯৩ কোটি ৩৪ লাখ টাকার এবং ২০১৭ সালে ১৫২ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ ও ধ্বংস করা হয়েছে।
চলতি বছরের এ কয় মাসে এত ইয়াবা জব্দ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইয়াবার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা এবং বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ফলে এ সাফল্য এসেছে।
কোস্টগার্ডের মহাপরিচালক আরও বলেন, বঙ্গবন্ধু দরিদ্র কৃষক ও জেলেদের নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কোস্টগার্ড বাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 





















