অাকাশ জাতীয় ডেস্ক:
রোজিনার পরিবারকে দুই লাখ টাকা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম কল্যাণ ফাউন্ডেশন থেকে এই অর্থ দেয়া হবে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে শ্রম দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
গত ১৯ এপ্রিল সন্ধ্যায় বনানী সৈনিক ক্লাব থেকে মহাখালীর মাঝামাঝি এলাকায় দৌড়ে রাস্তা পার হতে গিয়েছিলেন রোজিনা। এ সময় তার একটি পা চলে যায় বিআরটিসির দ্রুতগামী বাসের চাকার নিচে। এতে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ধরাধরি করে মেয়েটিকে নিয়ে যায় পঙ্গু হাসপাতালে। পরে সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার নয় দিন পর মৃত্যু হয় রোজিনার।
প্রতিমন্ত্রী বলেন, যেসব শ্রমিক দুর্ঘটনায় আহত হয় তাদের সহায়তা দেয়া হবে। হৃদয়কে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া আরও যারা আছে তাদেরকে দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 





















