আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের দুঃসময় চলছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় পড়লেন তাসকিন আহমেদ। সময়টা মোটেই ভাল যাচ্ছে না পেসার তাসকিন আহমেদের। খারাপ পারফরম্যান্স থাবা ফেলেছে তার ক্যারিয়ারে। জাতীয় দলেও আপাতত জায়গা পাকাপোক্ত নয়।
এমন পরিস্থিতিতে মাঠের বাইরেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাসকিনকে। শনিবার রিকশায় সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হন তিনি। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙা রিকশার ছবি দিয়ে নিজেই এ দুর্ঘটনার খবর জানিয়েছেন।
ঢাকায় তিনি ও তার এক বন্ধু রিকশায় চড়েছিলেন। এমন সময় একটি প্রাইভেট তাদের রিকশায় আঘাত করে। দু’জনই পড়ে যায়। তবে গুরুতর আহত হয়নি কেউই।
তাসকিন তার ফেসুবক আইডিতে লিখেছেন, আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটা প্রাইভেটকার এসে মেরে দিল রিকশায়। জনিও পড়লো তার ওপরে আমি পড়লাম। ওর ওপরে পড়ায় বেশি ব্যাথা পাইনি।
তাসকিন আরো লিখেছেন, কয়দিন ধরেই হালকা পাতলা ব্যাথা পাওয়ার উপরেই আছি। সবগুলাই ফাড়া হিসাবেই ধরলাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস।
কিছুদিন আগে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তাসকিন। পিঠের ব্যথাতেও ভুগছেন তিনি। আপাতত রিকভারি সেশন চালিয়ে যাচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























