অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, খালেক এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর অতিক্রম করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
এ সময় আহত হন ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























