অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নিউইয়র্কে কবি বিদিতা রহমানের ইংরেজি কাব্যগ্রন্থ ‘দি ডার্ক উইনডো’র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের জ্যুইশ সেন্টারে বইয়ের মোড়ক উন্মোচনে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এটি বিদিতা রহমানের দ্বিতীয় ইংরেজি কাব্যগ্রন্থ।
বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শিল্পী লুৎফর রহমান বীনুর মেয়ে বিদিতা রহমান বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কপ্রবাসী। এখানে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
বিদিতা সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিষয়ে মাস্টার্স করছেন। পাশাপাশি তিনি নিরলসভাবে লিখে চলেছেন। তিনি আমেরিকান পোয়েট্রি সোসাইটির সঙ্গে জড়িত।
বিদিতা লিখছেন বাংলায়, ইংরেজিতে। তার লেখার বিষয়বস্তু ব্যতিক্রমী ও বিচিত্র। তার ‘দি ডার্ক উইন্ডো’-তে স্থান পাওয়া ১০০টি কবিতা আত্মানুসন্ধানের গভীর বোধ থেকে উৎসারিত। গত বছর প্রকাশিত হয়েছিল তার আর একটি ইংরেজি কাব্যগ্রন্থ ‘গ্রে সেন্স’। এছাড়া রয়েছে তার বাংলা কাব্যগ্রন্থও।
বৃহস্পতিবার জ্যুইশ সেন্টারে আয়োজিত ‘দি ডার্ক উইন্ডো’র প্রকাশনা অনুষ্ঠানে বইটির ওপর আলোচনায় অংশ নেন সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, আইনজীবী এন মজুমদার, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, চীনা কবি সিস্টার মার্টিনা হুয়ো, সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের ড. আতিনুকে, সিটি কাউন্সিলের প্রতিনিধি জয় চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি বিদিতার স্বামী বিসমিল্লাহ পোল্ট্রির কর্ণধার সালাম ভূঁইয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক আলমগীর খান আলম। সমাপনী বক্তব্যে বইটির অন্তর্নিহিত বক্তব্য তুলে ধরেন বিদিতা রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রখ্যাত অভিনয় শিল্পী রেখা আহমেদ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, দেশকণ্ঠ সম্পাদক দর্পণ কবীর, জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আইটিভির সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, চ্যানেল ৫২ এর প্রেসিডেন্ট এনাম চৌধুরী ও সিইও ফারাহ হাসিন, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, সাপ্তাহিক আওয়াজ সম্পাদক শাহ আহমেদ সাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি কাউন্সিলের পক্ষ থেকে বিদিতা রহমানকে একটি সাইটেশন প্রদান করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























