ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

মোদির সমালোচনা করলেই সাংবাদিকদের হয়রানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের সংবিধানে বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়া আছে। বলা হয়, দেশটিতে কোনো কোনো ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ গণমাধ্যমও রয়েছে।

কিন্তু দেশটির সাংবাদিকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রশাসনের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ বন্ধ করতে তাদের ক্রমাগত ভয়ভীতি দেখানো হচ্ছে।

মোদি সরকারের হুমকির মুখে গত ছয় মাসে অন্তত তিনজন জ্যেষ্ঠ সম্পাদককে তাদের পদ ছাড়তে হয়েছে। সরকারের সমালোচনা করে খবর প্রকাশ করায় ক্ষমতাসীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির( বিজেপি) ক্ষোভের কারণ হয়েছিলেন তারা।

বেশ কয়েকজন প্রতিবেদক, টেলিভিশন অ্যাংকরের সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের শারীরিকভাবে হামলার হুমকি দেয়া হয়েছে। সামাজিকভাবে হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাদের।

বুধবার প্রকাশিত বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৩৮তম। ২০১৭ সাল থেকে তাদের দুই ধাপ অবনমন হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে, বাকস্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে তারা জিম্বাবুয়ে, আফগানিস্তান ও মিয়ানমারের চেয়েও নিচে অবস্থান করছে। ২০০২ সালের গণমাধ্যম সূচকে ১৩৯ দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ৮০তম। সেখান থেকে দেশটি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে, নিজেদের ইশতেহার অনুসারে হিন্দু জাতীয়তাবাদীরা যে খবরকে দেশবিরোধী বলে ভাবে, তারা সেটি প্রকাশ্যেই বাধা দেয়ার চেষ্টা করছে। এতে করে ভয়ভীতি ও সন্ত্রাস থেকে বাঁচতে মূলস্রোতের গণমাধ্যম নিজেরাই সরকারবিরোধী খবর কম ছাপছে।

অনলাইন উগ্রজাতীয়তাবাদীদের অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের। সংস্থাটি বলছে, সাংবাদিকদের নিয়ে নোংরা প্রচারের পাশাপাশি তাদের শারীরিকভাবে আঘাতেরও হুমকি দেয়া হচ্ছে।

তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে অস্বীকার করছে দেশটির সরকার। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ভারতের প্রথম বেসামরিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির সহপ্রতিষ্ঠাতা প্রান্নয় রয় বলেন, ভারতের গণমাধ্যম এখন ব্যাপক আগ্রাসী ত্রাসের ভেতর দিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

মোদির সমালোচনা করলেই সাংবাদিকদের হয়রানি

আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের সংবিধানে বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়া আছে। বলা হয়, দেশটিতে কোনো কোনো ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ গণমাধ্যমও রয়েছে।

কিন্তু দেশটির সাংবাদিকরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রশাসনের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ বন্ধ করতে তাদের ক্রমাগত ভয়ভীতি দেখানো হচ্ছে।

মোদি সরকারের হুমকির মুখে গত ছয় মাসে অন্তত তিনজন জ্যেষ্ঠ সম্পাদককে তাদের পদ ছাড়তে হয়েছে। সরকারের সমালোচনা করে খবর প্রকাশ করায় ক্ষমতাসীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির( বিজেপি) ক্ষোভের কারণ হয়েছিলেন তারা।

বেশ কয়েকজন প্রতিবেদক, টেলিভিশন অ্যাংকরের সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের শারীরিকভাবে হামলার হুমকি দেয়া হয়েছে। সামাজিকভাবে হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাদের।

বুধবার প্রকাশিত বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৩৮তম। ২০১৭ সাল থেকে তাদের দুই ধাপ অবনমন হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে, বাকস্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে তারা জিম্বাবুয়ে, আফগানিস্তান ও মিয়ানমারের চেয়েও নিচে অবস্থান করছে। ২০০২ সালের গণমাধ্যম সূচকে ১৩৯ দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ৮০তম। সেখান থেকে দেশটি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলেছে, নিজেদের ইশতেহার অনুসারে হিন্দু জাতীয়তাবাদীরা যে খবরকে দেশবিরোধী বলে ভাবে, তারা সেটি প্রকাশ্যেই বাধা দেয়ার চেষ্টা করছে। এতে করে ভয়ভীতি ও সন্ত্রাস থেকে বাঁচতে মূলস্রোতের গণমাধ্যম নিজেরাই সরকারবিরোধী খবর কম ছাপছে।

অনলাইন উগ্রজাতীয়তাবাদীদের অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের। সংস্থাটি বলছে, সাংবাদিকদের নিয়ে নোংরা প্রচারের পাশাপাশি তাদের শারীরিকভাবে আঘাতেরও হুমকি দেয়া হচ্ছে।

তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে অস্বীকার করছে দেশটির সরকার। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ভারতের প্রথম বেসামরিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির সহপ্রতিষ্ঠাতা প্রান্নয় রয় বলেন, ভারতের গণমাধ্যম এখন ব্যাপক আগ্রাসী ত্রাসের ভেতর দিয়ে যাচ্ছে।