অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে স্কুল বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় ১৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে আটজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজ্যের খুশিনগর জেলা দুধী এলাকায় গার্ডবিহীন একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
বাসটিতে ২৫-৩০ শিক্ষার্থী ছিল বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার কারণ জানতে গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে ৯ এপ্রিল হিমাচলপ্রদেশে একটি স্কুলবাস ১০০ মিটার গভীর খাদে পড়ে ২৩ শিশু ও চার অভিভাবক নিহত হয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























