অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি এক রোগীকে অজ্ঞান করে তার পায়ে অপারেশন করেছেন চিকিৎসক। ভারতের রাজধানী দিল্লির সিভিল লাইন এলাকার শুশ্রুত ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, এক রোগী মাথায় আঘাত ও অন্য এক রোগী ভেঙে যাওয়া পা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এক প্রবীণ চিকিৎসক ভুলবশত দুর্ঘটনায় মাথা ও মুখে আঘাতপ্রাপ্ত রোগীকে অজ্ঞান করে ডান পায়ে গর্ত তৈরি করে একটি পিন ঢুকিয়ে দেন। রোগীটি অচেতন হওয়ায় তিনি কিছু বলতেও পারেননি।
হাসপাতালের সুপার অজয় বাহল এ ঘটনার কথা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষের নজরে ওই ত্রুটির বিষয়টি আসার পর সংশোধনমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
হাসপাতালের একটি প্যানেলের তদন্তে ওই চিকিৎসক দোষী সাব্যস্ত হয়েছেন। এখন থেকে অন্য কারও নজরদারি ছাড়া তিনি আর অপারেশন করতে পারবেন না।
আকাশ নিউজ ডেস্ক 
























