অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেছেন, দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পর্নো সাইট। এগুলো বন্ধ করলেই দেশে ধর্ষণ কমে আসবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার তিনি কেন্দ্রকে একটি চিঠিও দিয়েছেন যাতে অবিলম্বে সমস্ত পর্নোগ্রাফির সাইট ব্লক করে দেয়া হয়।
ভুপেন্দ্র বলেন, ‘ইতিমধ্যে মধ্যপ্রদেশে রাজ্যস্তরে ২৫টি পর্নো সাইট ব্লক করে দেয়া হয়েছে। তবে এটা যথেষ্ট নয়। সারা দেশে পর্নোগ্রাফির সমস্ত সাইট ব্যান করে দেয়া উচিত।
‘মধ্যপ্রদেশে স্বরাষ্ট্র দপ্তরের করা একটি সমীক্ষার রিপোর্ট বলছে পর্নোগ্রাফি শিশু-কিশোরদের ওপর খারাপ প্রভাব ফেলে। খুব সহজেই মোবাইলের মাধ্যমে এই সব সাইট দেখতে পারছে তারা। এর ফলেই ধর্ষণ এবং মেয়েদের ওপর শারীরিক হেনস্থার ঘটনা বেড়ে গিয়েছে।’
যদিও এই সমীক্ষার রিপোর্ট তিনি বিধানসভায় দাখিল করেননি। রিপোর্টে কী কী বিষয়ে আলোকপাত করা হয়েছে তাও জানাননি তিনি।
তার কথায়, ‘২৫টি সাইট ব্লক করা গিয়েছে। কিন্তু এসব সাইটের ওপর সরাসরি কোনও কর্তৃত্ব নেই আমাদের। তাই কেন্দ্রকে আমরা অনুরোধ করেছি যাতে অবিলম্বে সারা দেশে সমস্ত পর্নো সাইট ব্যান করার ব্যবস্থা করা হয়। পর্নো দেখার প্রবণতা কমানোর জন্য কঠোর আইনও প্রনয়ণের পক্ষে প্রস্তাব করেছি আমরা।’
যদিও তিনি এও জানান যে, শুধু কঠোর আইন আনলেই হবে না। ধর্ষণ এবং নারীদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করতে জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি।
আকাশ নিউজ ডেস্ক 
























