অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আট জনের প্রাণহানি ও অপর ১৭ জন নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল ছয়টার দিকে এ তথ্য জানিয়েছে সিনহুয়া।
স্থানীয় সরকারের তথ্য অফিস জানায়, চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে আট জনের প্রাণহানি ও অপর ১৭ জন নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে পুগে কাউন্টির কিয়াওয়ো শহরতলীর গেংদি গ্রামে এ ভূমিধস হয়। উদ্ধার তৎপরতা চলছে।