অাকাশ জাতীয় ডেস্ক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন তার পরিবারের পাঁচজন সদস্য। মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে তারা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে প্রবেশ করেন এবং ৫ টা ৫০ মিনিটে বের হয়ে যান।
কারাগারে সাক্ষাত করেছেন বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাতিজা অভীক ইস্কান্দার, বোনের মেয়ে বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন।
এর আগে পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদার পরিবারের পাঁচজন আসেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তারা কারাগারে প্রবেশ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে বেগম জিয়া কারাগারে আছেন।
এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















