ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লার আদালতে খালেদার দুই মামলার অধিকতর শুনানি ৭ জুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় আটজন যাত্রী নিহত এবং একই উপজেলার হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনের একটিসহ পৃথক দুটি মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানি হয়েছে।

সোমবার খালেদা জিয়া ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন কুমিল্লা জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। আগামী ৭ জুন এ দুটি মামলার অধিকতর শুনানি ও আদেশের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খালেদার আইনজীবীরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও কোনো আদেশ না পেয়ে ফিরে যান।

মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আসা বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার অ্যাডভোকেট কাজী নাজমুস সাদতসহ অর্ধশতাধিক আইনজীবী।

রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ বেশ কয়েকজন আইনজীবী। এর আগে চলতি মাসের গত ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরবর্তীতে তার আইনজীবীরা গত ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত সোমবার (২৩ এপ্রিল) শুনানির দিন ধার্য করেন।

শুনানি শেষে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, এ দুটি মামলায় প্রধান আসামিদের সবাই জামিনে রয়েছেন, খালেদা জিয়া তো সহযোগী আসামি, তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বয়স্ক। তিনি (খালেদা জিয়া) জামিন নিয়ে বিদেশে পালিয়ে যাবেন না।

ব্যারিস্টার মাহবুব বলেন, নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচন করতে চাইছে সরকার। পুলিশ বাদী হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেছে। জেলা জজ আদালত থেকে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে তিনি জানান।

আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, বাসে পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের দাখিলকৃত দুটি আবেদনের পৃথক শুনানি হয়েছে। রাত ৭টা পর্যন্ত এ বিষয়ে আদালতের আদেশ হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।

রাত ৮টায় আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, শুনানি শেষে আগামী ৭ জুন দুটি মামলার অধিকতর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে খালেদা জিয়াসহ ৩২ জন এবং একই সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় বাসের ৮ জন যাত্রী নিহতের মামলায় গত বছরের ১৬ নভেম্বর খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। উভয় মামলাই খালেদা জিয়া হুকুমের আসামি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

কুমিল্লার আদালতে খালেদার দুই মামলার অধিকতর শুনানি ৭ জুন

আপডেট সময় ০৯:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমায় আটজন যাত্রী নিহত এবং একই উপজেলার হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনের একটিসহ পৃথক দুটি মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানি হয়েছে।

সোমবার খালেদা জিয়া ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন কুমিল্লা জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। আগামী ৭ জুন এ দুটি মামলার অধিকতর শুনানি ও আদেশের জন্য তারিখ ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খালেদার আইনজীবীরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও কোনো আদেশ না পেয়ে ফিরে যান।

মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আসা বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার অ্যাডভোকেট কাজী নাজমুস সাদতসহ অর্ধশতাধিক আইনজীবী।

রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ বেশ কয়েকজন আইনজীবী। এর আগে চলতি মাসের গত ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরবর্তীতে তার আইনজীবীরা গত ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত সোমবার (২৩ এপ্রিল) শুনানির দিন ধার্য করেন।

শুনানি শেষে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, এ দুটি মামলায় প্রধান আসামিদের সবাই জামিনে রয়েছেন, খালেদা জিয়া তো সহযোগী আসামি, তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বয়স্ক। তিনি (খালেদা জিয়া) জামিন নিয়ে বিদেশে পালিয়ে যাবেন না।

ব্যারিস্টার মাহবুব বলেন, নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচন করতে চাইছে সরকার। পুলিশ বাদী হয়ে এ মিথ্যা মামলা দায়ের করেছে। জেলা জজ আদালত থেকে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে তিনি জানান।

আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, বাসে পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের দাখিলকৃত দুটি আবেদনের পৃথক শুনানি হয়েছে। রাত ৭টা পর্যন্ত এ বিষয়ে আদালতের আদেশ হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।

রাত ৮টায় আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, শুনানি শেষে আগামী ৭ জুন দুটি মামলার অধিকতর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে খালেদা জিয়াসহ ৩২ জন এবং একই সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের পেট্রলবোমায় বাসের ৮ জন যাত্রী নিহতের মামলায় গত বছরের ১৬ নভেম্বর খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। উভয় মামলাই খালেদা জিয়া হুকুমের আসামি।