অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ মাওবাদী সদস্য নিহত হয়েছেন। রোববার সকালে জেলার ভামড়াগড়ের তারগাঁও জঙ্গলে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
আইজিপি শরদ শেলার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়চিরৌলি পুলিশের বিশেষ কমব্যাট ইউনিট সি ৬০-এর কমান্ডোদের নিয়ে এ অভিযান চালানো হয়। নিহত ১৪ জনের মধ্যে চিহ্নিত দুজন হলেন-জেলাস্তরের কমান্ডো সাইনাথ ও সাইনু।
ডিজিপি সতীশ মাথুর জানান, সাম্প্রতিক সময়ে মাওবাদীদের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় অভিযান। নিহতদের মধ্যে ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের লাশ উদ্ধারে পুলিশি অভিযান চলছে। তবে পুলিশ সদস্যদের কেউ গুরুতর জখম হননি বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























