অাকাশ জাতীয় ডেস্ক:
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে ‘স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের আর্থসামাজিক সূচকের কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মো. শামীম আহসান সেমিনারে সঞ্চালক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আঙ্কটাডের ডেপুটি সেক্রেটারি জেনারেল মাদাম ইসাবেলা ডুরান্ট সেমিনারের প্রধান অতিথি হিসেবে সূচনা বক্তব্য দেন।
এছাড়া আঙ্কটাডের পরিচালক পল আকিওমি, বিশ্ববাণিজ্য সংস্থার পরিচালক শিশির প্রিয়দর্শী, রিপাবলিক অব বেনিন স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ইলোই লওবো এবং রিপাবলিক অব ভানুয়াতু স্থায়ী মিশনের চার্জ দ্য এ্যফেয়ার্স নোয়াহ প্যাট্রিক কাওবাক প্যানেল স্পিকার হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধে বাংলাদেশের রাষ্ট্রদূত উল্লেখ করেন, জাতিসংঘের মার্চ মাসের পর্যালোচনা বৈঠকে সিটিডি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য সুপারিশ করে। বর্তমান সরকার কর্তৃক গৃহীত ‘ভিশন ২০২১’ তথা যুগান্তকারী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলশ্রুতিতে কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। ফলে স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের জাতিসংঘ নির্ধারিত শর্তাবলি পূরণে বাংলাদেশ সক্ষম হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাদাম ডুরান্ট স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনে ধন্যবাদ জানান এবং টেকসই উত্তরণের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্যানেল বক্তারা স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের চ্যালেঞ্জগুলো শনাক্তকরণ এবং এসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার কৌশল নিরূপণে সেমিনারে সুপারিশ পেশ করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























