আকাশ স্পোর্টস ডেস্ক:
আগামী ৪-১৫ সেপ্টেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর। আজ হয়ে গেল ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত’ এ টুর্নামেন্টের ড্র। এতে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে বিপলু, স্বাধীন, জাফরদের সঙ্গী নেপাল, পাকিস্তান ও ভুটান। অন্য গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও শ্রীলংকা।
সাফের সবশেষ প্রতিযোগিতা হয় ভারতে ২০১৫ সালে। শিরোপা জিতে স্বাগতিক দেশটি। রানার্সআপ হয় আফগানিস্তান। এবার সাফে নেই যুদ্ধবিধ্বস্ত দেশ আফগান। দক্ষিণ এশিয়া থেকে বেরিয়ে তারা এখন মধ্য এশীয় অঞ্চলের সদস্য।
এর আগে ২০০৯ সালে ঢাকায় বসে এ প্রতিযোগিতা। সেবারই শেষবারের মতো সেমিফাইনালে খেলে বাংলাদেশ। ভারতের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজ জার্সিধারীদের। পরের তিন আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।
এখন পর্যন্ত একবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে উড়িয়ে সেই স্বাদ নেন মামুনুলরা।
আকাশ নিউজ ডেস্ক 
























