আকাশ বিনোদন ডেস্ক:
রাতে টেলিভিশনে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গুলিবিব্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক পারমিশ ভার্মা। মোহালির সিনিয়র পুলিশ সুপার কুলদীপ চাহওয়াল জানান, গত শুক্রবার রাতে ‘সাক্ষাৎকার নাইট’ নামক অনুষ্ঠান শেষে পারমিশ ভার্মা তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন।
রাত ১টা ৩০ মিনিটের দিকে মোহালির সেক্টর ৯১-এ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতদের গুলিতে তিনি ও তার বন্ধু গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, গুলিটি পারমিশের পায়ে লেগেছে। তাদের দ্রুত মোহালির ফেস ৮ ফোর্টিস বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনেই আশঙ্কামুক্ত।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দলপ্রিত সিং নামে একজন গ্যাংস্টার গায়ককে গুলি করার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ‘গাল নেহি কাধনাই’ শীর্ষক গান দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন পাঞ্জাবি শিল্পী পারমিশ ভার্মা।
আকাশ নিউজ ডেস্ক 

























