ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

দল বাড়ছে বিশ্বকাপে

আকাশ স্পোর্টস ডেস্ক:

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজের পরিকল্পনার কথা বেশ আগে থেকে বলে আসছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা এসেছে। তবে এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২২ সালে কাতার বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বুয়েনস আইরেসে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের একটি সভায় যোগ দেওয়ার পর এ আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার কাছে এটা খুব আকর্ষণীয় ধারণা মনে হচ্ছে। গুরুত্ব দিয়ে আমাদের এটা বিশ্লেষণ করতে হবে। যদি সম্ভব হয়, তবে কেন নয়?” জানুয়ারিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ সালের বিশ্বকাপের দল সংখ্যা ৪৮টি হবে বলে ঠিক করে। কিন্তু দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কাতার বিশ্বকাপ থেকেই ৪৮টি দলকে সুযোগ দেওয়ার প্রস্তাব করে।

ইনফান্তিনো বলেন, “আমি দৃঢ়ভাবে দল সংখ্যা বাড়ানোতে বিশ্বাসী। কারণ আমি মনে করি ফুটবলের উন্নয়নের জন্য তা ভালো। এজন্যই আমরা এটা প্রস্তাব করেছি এবং ২০২৬ সাল থেকে এজন্যই এটা করতে আমরা রাজি হয়েছি। ”

এরই মধ্যে কাতারের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। ফিফা বিশ্লেষণ করে দেখবে কাতারের পক্ষে অতিরিক্ত ১৬টি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কিনা। ২০২২ সালে ৪৮ দলের বিশ্বকাপ হলে ম্যাচ ৬৪টি থেকে বেড়ে হবে ৮০টি। সেটি হলে কাতার বেকায়দায় পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। বিশ্বকাপের জন্য দেশটি বর্তমানে আটটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে। ২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী দেশগুলোর কমপক্ষে ১২টি স্টেডিয়ামের ব্যবস্থা করতে হবে বলে ফিফা উল্লেখ করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

দল বাড়ছে বিশ্বকাপে

আপডেট সময় ০৮:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজের পরিকল্পনার কথা বেশ আগে থেকে বলে আসছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা এসেছে। তবে এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২২ সালে কাতার বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বুয়েনস আইরেসে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের একটি সভায় যোগ দেওয়ার পর এ আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার কাছে এটা খুব আকর্ষণীয় ধারণা মনে হচ্ছে। গুরুত্ব দিয়ে আমাদের এটা বিশ্লেষণ করতে হবে। যদি সম্ভব হয়, তবে কেন নয়?” জানুয়ারিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ সালের বিশ্বকাপের দল সংখ্যা ৪৮টি হবে বলে ঠিক করে। কিন্তু দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কাতার বিশ্বকাপ থেকেই ৪৮টি দলকে সুযোগ দেওয়ার প্রস্তাব করে।

ইনফান্তিনো বলেন, “আমি দৃঢ়ভাবে দল সংখ্যা বাড়ানোতে বিশ্বাসী। কারণ আমি মনে করি ফুটবলের উন্নয়নের জন্য তা ভালো। এজন্যই আমরা এটা প্রস্তাব করেছি এবং ২০২৬ সাল থেকে এজন্যই এটা করতে আমরা রাজি হয়েছি। ”

এরই মধ্যে কাতারের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। ফিফা বিশ্লেষণ করে দেখবে কাতারের পক্ষে অতিরিক্ত ১৬টি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কিনা। ২০২২ সালে ৪৮ দলের বিশ্বকাপ হলে ম্যাচ ৬৪টি থেকে বেড়ে হবে ৮০টি। সেটি হলে কাতার বেকায়দায় পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। বিশ্বকাপের জন্য দেশটি বর্তমানে আটটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে। ২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী দেশগুলোর কমপক্ষে ১২টি স্টেডিয়ামের ব্যবস্থা করতে হবে বলে ফিফা উল্লেখ করেছিল।