অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাশ্মীরে শিশুকন্যা আসিফাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং নির্যাতিতাদের জন্য বিচার চেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে মিছিল করেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। রাহুলের সঙ্গে হাজার হাজার মানুষ ওই মিছিলে অংশ নিয়ে ‘ইন্ডিয়া গেট’ চত্বরে অবস্থান নেয়।
এ সময় পুলিশ মিছিলকারীদের ব্যারিকেড দেয়। কিন্তু ব্যারিকেড ভেঙেই মিছিল নিয়ে এগিয়ে যায় রাহুল। মিছিলে রাহুলের বোন প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা এবং তাদের ছেলেমেয়েরাও অংশ নেয়।
মিছিলে যোগদানকারীদের হাতের মোমবাতির আলোয় তখন উজ্জ্বল হয়ে ওঠে ইন্ডিয়া গেট চত্বর। সেখানে রাস্তার ওপর প্রতিবাদ জানিয়ে বসে পড়েন রাহুল ও অন্যরা।
কংগ্রেস সভাপতি রাহুল অবশ্য সন্ধ্যায় টুইট করে জানিয়েছিলেন যে, নারী নির্যাতন এবং নির্যাতিতাদের জন্য বিচার চেয়ে মধ্যরাতে মিছিল নিয়ে ইন্ডিয়া গেটের দিকে যাবেন। ঘোষিত সময় অনুযায়ী মিছিল শুরু হয়। ২০১২ সালে ধর্ষণের শিকার নির্ভয়ার বাবা ও মা মিছিলে যোগ দেয়।
আকাশ নিউজ ডেস্ক 
























