অাকাশ জাতীয় ডেস্ক:
সুদের হার কমাতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যাংকের সুদের হার কমাতে হবে। সিঙ্গেল ডিজিটে আনতে হবে। না হলে বিনিয়োগ সম্ভব নয়।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যাংকারদের শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬৩ কোটি প্রধান করা হয়।
এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 




















