ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

পেট্রোলবোমা মামলায় খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩ জুন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে পেট্রোলবোমা মেরে যাত্রী হত্যা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানির জন্য আগামী ৩ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এদিন আসামিপক্ষ সময় আবেদন করেন। আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন আদালত।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের এর বিচারক নুরুল আমিন বিপ্লবের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক বশির উদ্দিন বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় আদলতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে এক নম্বরে রাখা হয়েছে। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ৩১ জন যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামের এক যাত্রী মারা যান। ঘটনার পর দিন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কেএম নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

পেট্রোলবোমা মামলায় খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩ জুন

আপডেট সময় ০৬:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে পেট্রোলবোমা মেরে যাত্রী হত্যা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানির জন্য আগামী ৩ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার চার্জ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এদিন আসামিপক্ষ সময় আবেদন করেন। আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন আদালত।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের এর বিচারক নুরুল আমিন বিপ্লবের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক বশির উদ্দিন বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় আদলতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে এক নম্বরে রাখা হয়েছে। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ৩১ জন যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামের এক যাত্রী মারা যান। ঘটনার পর দিন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক কেএম নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।