অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে আনার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৫১২ নম্বর কেবিনে রাখা হয়েছে।
এখান থেকে তাকে কেবিন ব্লকে প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার করার কক্ষে নেয়া হবে। পরে এক্সরে করার জন্য তাকে রেডিওলজি ও ইমেজিং বিভাগের ১/এ নম্বর এক্সরে কক্ষে নেয়া হবে।
শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন সড়কের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয়।
তাকে কালো রঙের একটি গাড়িতে করে হাসপাতালে আনা হয়। এ সময় তার গাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স, পেছনে দুটি গাড়ি ছিল। এছাড়া আগে-পিছে র্যাবের কড়া পাহারা ছিল।
বিএসএমএমইউর কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না।
আকাশ নিউজ ডেস্ক 




















