অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শনিবার ১১টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ নিয়ে ৫৮ দিন পর কারাগারের বাইরে বের হলেন তিনি।
খালেদা জিয়া হাসপাতালে প্রবেশের সময় হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা তার নামে স্লোগান দেন। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় ৪ থেকে ৫ জনকে আটক করে পুলিশ।
সরিজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে, গেটে এবং ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসপাতালের প্রবেশের মূল গেটে প্রবেশের সময় সাধারণ রোগীদেরও তল্লাশি হচ্ছে। পুলিশ, র্যাবসহ সাদা পোশাকধারী বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাশার বাংলাদেশ জার্নালকে বলেন, মূলত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল বলেন, আমরা খালেদা জিয়ার জন্য একটি কেবিন রেডি করেছি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেখানে তাকে দেখবেন। তাকে রাখা হবে বিএসএমএমইউয়ের ৫ তলার ৫১২ নম্বর রুমে।
আকাশ নিউজ ডেস্ক 




















