আকাশ স্পোর্টস ডেস্ক:
পাঁচ বছরের জন্য ৬১৩৮ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব কিনল স্টার ইন্ডিয়া। এর আওতায় রয়েছে টেলিভিশন ও ডিজিটাল স্বত্ত্ব। পাঁচ বছরের এই মেয়াদ ২০১৮ সালে শুরু হয়ে শেষ হবে ২০২৩ সালে। তিন দিনব্যপী ই-অকশনের মাধ্যমে বৃহস্পতিবার সনি ও জিওকে হারিয়ে স্টার ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব কিনে নেয়। ক্রীড়া জগতে এটিই প্রথম কোনো ই-অকশন।
এর আগে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৮৫১ কোটি রুপিতে ভারতীয় ক্রিকেটের স্বত্ত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। তারা এবার যে মূল্যে স্বত্ত্ব কিনেছে তাতে ভারতের প্রতিটি ম্যাচের গড় মূল্য পড়ছে প্রায় ৬০ কোটি ভারতীয় রুপি।
২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিডিয়া স্বত্ত্বও রয়েছে স্টার ইন্ডিয়ার দখলে। গত বছরের সেপ্টেম্বরে ২.৫৫ বিলিয়ন ইউএস ডলারে ২০১৮-২০২২ মেয়াদের জন্য আইপিএল স্বত্ত্ব কিনে নিয়েছিল স্টার ইন্ডিয়া। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের মিডিয়া স্বত্ত্বও রয়েছে স্টার ইন্ডিয়ার দখলে। ১.৯ বিলিয়ন ডলারে এই স্বত্ত্ব কিনেছিল তারা।
আকাশ নিউজ ডেস্ক 

























