ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

বিএনপির আট নেতার ব্যাংক হিসাব চাইল দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যে বিএনপির যে আট নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। পাশাপাশি এক বিএনপি নেতার ছেলে ও ঢাকা ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তার তথ্যও চেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

বুধবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সামছুল ইসলামের সই করা চিঠি গেছে বিভিন্ন বেসরকারি ব্যাংকে।

এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ডাচ বাংলা, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি এবং ঢাকা ব্যাংকের কাছে এই হিসাব চাওয়া হয়েছে।

গত ২ এপ্রিল বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, হাবিব-উন-নবী খান সোহেল ও তাবিথ আউয়ালের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে সামছুল ইসলামসহ দুইজনকে দায়িত্ব দেয় দুদক।

বিএনপির এই আট নেতা গত ৩০ দিনে ১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ হয় একটি অনলাইন গণমাধ্যমে। এরপরই এই সিদ্ধান্ত নেয় দুদক।

তবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, তাদের কাছেও নানা সূত্রে এই অভিযোগ এসেছে। তারা জানতে পেরেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে বিদেশে টাকা পাচারসহ বিভিন্ন নাশকতার জন্য এই অর্থ লেনদেন হয়েছে। আর এই অভিযোগ সত্য কি না, তা জানতেই অনুসন্ধান করা হচ্ছে।

বিএনপির আট নেতা ছাড়াও আরও যে দুই জনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হলেন বিএনপি নেতা এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

দুদকের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি অভিযোগ করেছে, সরকারের নির্দেশে দুদক তাদের নেতাদের হয়রানি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। আর বিএনপির চার নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আবদুল আউয়াল মিণ্টু কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবশ্য বিএনপির আট নেতাকে অভয় দিয়ে নিশ্চয়তা দিয়েছেন যে, তারা কারও ওপর অন্যায় করবেন না।

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুদকে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্থাটি স্বাধীনভাবে কাজ করছে। দুদকে হস্তক্ষেপ থাকলে সরকারি দলের সংসদ সদস্য, মন্ত্রীদেরকে কীভাবে তলব করা হয়, আর একজন সংসদ সদস্যের কীভাবে দুদকের মামলায় সাজা হয়, সে প্রশ্নও রাখেন কাদের।

দুদকের পরিভাষায় অনুসন্ধানকে প্রাথমিক তদন্ত বলা যায়। অনুসন্ধানে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির আট নেতার ব্যাংক হিসাব চাইল দুদক

আপডেট সময় ০৬:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যে বিএনপির যে আট নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। পাশাপাশি এক বিএনপি নেতার ছেলে ও ঢাকা ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তার তথ্যও চেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

বুধবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সামছুল ইসলামের সই করা চিঠি গেছে বিভিন্ন বেসরকারি ব্যাংকে।

এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ডাচ বাংলা, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি এবং ঢাকা ব্যাংকের কাছে এই হিসাব চাওয়া হয়েছে।

গত ২ এপ্রিল বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, হাবিব-উন-নবী খান সোহেল ও তাবিথ আউয়ালের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে সামছুল ইসলামসহ দুইজনকে দায়িত্ব দেয় দুদক।

বিএনপির এই আট নেতা গত ৩০ দিনে ১২৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ হয় একটি অনলাইন গণমাধ্যমে। এরপরই এই সিদ্ধান্ত নেয় দুদক।

তবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, তাদের কাছেও নানা সূত্রে এই অভিযোগ এসেছে। তারা জানতে পেরেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে বিদেশে টাকা পাচারসহ বিভিন্ন নাশকতার জন্য এই অর্থ লেনদেন হয়েছে। আর এই অভিযোগ সত্য কি না, তা জানতেই অনুসন্ধান করা হচ্ছে।

বিএনপির আট নেতা ছাড়াও আরও যে দুই জনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হলেন বিএনপি নেতা এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

দুদকের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি অভিযোগ করেছে, সরকারের নির্দেশে দুদক তাদের নেতাদের হয়রানি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। আর বিএনপির চার নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আবদুল আউয়াল মিণ্টু কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবশ্য বিএনপির আট নেতাকে অভয় দিয়ে নিশ্চয়তা দিয়েছেন যে, তারা কারও ওপর অন্যায় করবেন না।

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুদকে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্থাটি স্বাধীনভাবে কাজ করছে। দুদকে হস্তক্ষেপ থাকলে সরকারি দলের সংসদ সদস্য, মন্ত্রীদেরকে কীভাবে তলব করা হয়, আর একজন সংসদ সদস্যের কীভাবে দুদকের মামলায় সাজা হয়, সে প্রশ্নও রাখেন কাদের।

দুদকের পরিভাষায় অনুসন্ধানকে প্রাথমিক তদন্ত বলা যায়। অনুসন্ধানে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।