ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোনাল্ডোর চেয়ে আমার গোলটিই সুন্দর: জিদান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অবিশ্বাস্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। বৃষ্টিভেজা রাতে দ্যুতি ছড়ালেন সিআর সেভেন। তার জাদুকরী ফিনিশিংয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। এতে সেমিফাইনালের পথে এগিয়ে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে জোড়া গোল করেছেন রোনাল্ডো। ৩ মিনিটের পর ৬৩ মিনিটে অবিশ্বাস্য গোল করে রিয়াল ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন তিনি। চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ যুবরাজ। এভাবে তার গোল করা দেখে মাথায় হাত দেন জুভেন্টাস সমর্থকরা। হতভম্ব বনে যান কিংবদন্তিতুল্য গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও রক্ষণ সেনারা। অদ্যাবধি চ্যাম্পিয়নস লিগে এটিই সেরা গোল বলে রব উঠেছে!

তবে তা মানতে নারাজ জিনেদিন জিদান। ২০০২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগে করা নিজের গোলটিকেই সেরা মানছেন তিনি।

ওই আসরে গ্লাসগোতে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মুখোমুখি হয় রিয়াল। সেই ম্যাচে একক নৈপুণ্যে অসাধারণ গোল করেন দলের প্রাণভোমরা জিদান। ইউরোপের ক্লাবগুলোর সেরা টুর্নামেন্টে এখন পর্যন্ত সেটিই সেরা গোল বলে বিবেচিত! জুভেন্টাসের বিপক্ষে তাক লাগানো গোল করে যখন শিষ্য তা কেড়ে নেয়ার উপক্রম, তখনই বেঁকে বসলেন গুরুজি।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে জিদানের কাছে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। জানতে চান, আজ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে কোন গোলটি সেরা? জবাবে এ জাদরেল কোচ বলেন, আপনারা দুটির মধ্যে তুলনা করতে পারেন। তবে আমারটিই বেশি সুন্দর। এখনও গোলটি আমার কাছে তাজা মনে হচ্ছে। রোনাল্ডোর চেয়ে আমারটিই বেশি সুন্দর।

তবে প্রিয় শিষ্যের গোলটিকে ছোট করে দেখেননি তিনি, আমি রিয়ালের কোচ। তবে ফুটবলের বড় ভক্তও। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে রোনাল্ডোর গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর গোল। আমি তার পারফরম্যান্সে রোমাঞ্চিত। সে-ই একমাত্র খেলোয়াড়, যে তা করে দেখাতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনাল্ডোর চেয়ে আমার গোলটিই সুন্দর: জিদান

আপডেট সময় ০৪:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অবিশ্বাস্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। বৃষ্টিভেজা রাতে দ্যুতি ছড়ালেন সিআর সেভেন। তার জাদুকরী ফিনিশিংয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। এতে সেমিফাইনালের পথে এগিয়ে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ ম্যাচে জোড়া গোল করেছেন রোনাল্ডো। ৩ মিনিটের পর ৬৩ মিনিটে অবিশ্বাস্য গোল করে রিয়াল ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন তিনি। চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ যুবরাজ। এভাবে তার গোল করা দেখে মাথায় হাত দেন জুভেন্টাস সমর্থকরা। হতভম্ব বনে যান কিংবদন্তিতুল্য গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও রক্ষণ সেনারা। অদ্যাবধি চ্যাম্পিয়নস লিগে এটিই সেরা গোল বলে রব উঠেছে!

তবে তা মানতে নারাজ জিনেদিন জিদান। ২০০২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগে করা নিজের গোলটিকেই সেরা মানছেন তিনি।

ওই আসরে গ্লাসগোতে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মুখোমুখি হয় রিয়াল। সেই ম্যাচে একক নৈপুণ্যে অসাধারণ গোল করেন দলের প্রাণভোমরা জিদান। ইউরোপের ক্লাবগুলোর সেরা টুর্নামেন্টে এখন পর্যন্ত সেটিই সেরা গোল বলে বিবেচিত! জুভেন্টাসের বিপক্ষে তাক লাগানো গোল করে যখন শিষ্য তা কেড়ে নেয়ার উপক্রম, তখনই বেঁকে বসলেন গুরুজি।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে জিদানের কাছে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। জানতে চান, আজ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে কোন গোলটি সেরা? জবাবে এ জাদরেল কোচ বলেন, আপনারা দুটির মধ্যে তুলনা করতে পারেন। তবে আমারটিই বেশি সুন্দর। এখনও গোলটি আমার কাছে তাজা মনে হচ্ছে। রোনাল্ডোর চেয়ে আমারটিই বেশি সুন্দর।

তবে প্রিয় শিষ্যের গোলটিকে ছোট করে দেখেননি তিনি, আমি রিয়ালের কোচ। তবে ফুটবলের বড় ভক্তও। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে রোনাল্ডোর গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর গোল। আমি তার পারফরম্যান্সে রোমাঞ্চিত। সে-ই একমাত্র খেলোয়াড়, যে তা করে দেখাতে পারে।