অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে ভারত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কলকাতার খিদিরপুর থেকে ঢাকার উদ্দেশে একটি ট্রেন ছেড়ে আসার মধ্য দিয়ে এ যাত্রা শুরু করা হয়। এটি সফল হলে আগামীতে দুই দেশের মধ্যে নিয়মিত কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু হবে।
ভারতের পূর্বাঞ্চলীয় রেলের কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষামূলক ট্রেনটির ৩০টি রেকে মোট ৬০টি কনটেইনার রয়েছে। এর মধ্যে ৩০টিতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ৩০টি জিপ গাড়ি উপহার হিসেবে পাঠানো হয়েছে। এসব গাড়ি উপহার দিয়েছে ভারত সরকার।
কন্টেইনারবাহী ট্রেনটি কলকাতার খিদিরপুর থেকে ছেড়ে দুপুর নাগাদ রাণাঘাটে পৌঁছায়। সেখান থেকে গেদে স্টেশন হয়ে বাংলাদেশের দর্শনা পৌঁছাবে এ ট্রেন। তারপর ঢাকার উদ্দেশে রওনা হবে। তবে কবে নাগাদ ট্রেনটি ঢাকা পৌঁছাবে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন পরিষেবা এখনও রয়েছে। তবে দুই দেশের মধ্যে কনটেইনারবাহী ট্রেন পরিষেবা নেই।
আকাশ নিউজ ডেস্ক 




















