আকাশ স্পোর্টস ডেস্ক:
বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। আর এই বল টেম্পারিং থামাতে ক্রিকেটারদের পকেটবিহীন প্যান্ট পরার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণ।
প্যান্টের পকেট থাকায় ক্রিকেটাররা অবৈধভাবে কিছু বহন করার সুযোগ পাচ্ছে দাব করে রামকৃষ্ণ বলেন, আমি দেখতে চাই, সব ক্রিকেটাররা পকেটবিহীন প্যান্ট পরে মাঠে নামছেন। ক্রিকেটারদের প্যান্টে পকেট রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
২০১৪-১৬ পর্যন্ত তিন বছর আইসিসির সদস্য ছিলেন ভারতের সাবেক এই লেগ স্পিনার। তিনি এখন আম্পায়াররা ড্রিঙ্কস তো বটেই, অন্য সময়েও ক্রিকেটারদের প্রয়োজনমতো অতিরিক্ত খেলোয়াড়দের মাঠে নামার অনুমতি দেন। তাদের কাছ থেকেই খেলোয়াড়রা প্রয়োজনীয় যা কিছু, তা পেয়ে যান। তাহলে আলাদা করে ক্রিকেটাররা পকেটে কী রাখবেন, জানতে চান শিবরামকৃষ্ণ।
আকাশ নিউজ ডেস্ক 























