ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

লড়াইটা তাদেরও

আকাশ স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস মানেই হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আজ তুরিনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালকে আতিথ্য দেবে জুভেন্টাস। সেখান থেকে রাত ১২টা ৪৫ মিনিটে দুদলের মহারণ সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

এ ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালের পথে সেই এগিয়ে যাবে। তবে লড়াইটা শুধু দলীয়ভাবে রিয়াল ও জুভেন্টাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ব্যক্তিগত রোমাঞ্চকর লড়াইও থাকছে।

জিয়ানলুইজি বুফন বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো : বয়স যতই বাড়ছে, ততই যেন আরও ক্ষুরধার ও পরিণত হয়ে উঠছেন বুফন। ৪০ বছর বয়সেও দুরন্ত ফর্মে আছেন জুভেন্টাস গোলরক্ষক। চলতি মৌসুমে সিরি আ’তে তার সাফল্যের হার ৭৬ দশমিক ২ শতাংশ। চ্যাম্পিয়নস লিগে ৬৬ দশমিক ৭ শতাংশ। ফ্রি-কিক থেকে রোনাল্ডোর গোল আটকাতে তিনিই প্রধান ভরসা কোচ। বুফনকে হারানোর চ্যালেঞ্জও থাকছে ইউরোপসেরা টুর্নামেন্টের এবারের আসরে বিধ্বংসী ফর্মে থাকা সিআর সেভেনের।

আন্দ্রেয়া বারজাগলি বনাম গ্যারেথ বেল : জুভেন্টাস রক্ষণভাগের অতন্দ্র প্রহরী বারজাগলি। রিয়ালের ক্ষীপ্রগতির গ্যারেথ বেলকে থামাতে সেরা অস্ত্র হতে পারেন তিনি। ঠাণ্ডা মাথায় যেমনই নিখুঁত ট্যাকল করতে পারেন, তেমনই প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে সমান পারদর্শী এ সেনা। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করতে পারেন। বারবার চোট হানা দেয়ায় এ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি বেল। রিয়ালে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল করে লস ব্লাঙ্কোজদের ভরসা দিচ্ছেন তিনি।

জর্জে কিয়েল্লিনি বনাম করিম বেনজেমা : চলতি মৌসুমে সিরি আ’তে সবচেয়ে কম গোল হজম করেছে জুভেন্টাস। সাফল্যের নেপথ্য কারিগর জর্জে কিয়েল্লিনি। ছন্দে না থাকা করিম বেনজেমাকে আটকানোর দায়িত্বটা তার কাঁধেই বর্তাবে। বেলের মতো রিয়ালে ফরাসি স্ট্রাইকারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৮ ম্যাচে করেছেন মাত্র ৬টি গোল। তবে তাকে ছন্দে ফেরাতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল।

ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি বনাম জিনেদিন জিদান: আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র অ্যাল্লেগ্রির। ম্যাচের মধ্যে হঠাৎই রণনীতি পাল্টেসবাইকে চমকে দিতে পারেন তিনি। তবে ঘরের মাঠে তাকে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। জিনেদিন জিদানের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ইতালি কোচকে। দুই চাণক্যের মস্তিষ্কের লড়াইয়ে এখন কে জেতেন-তাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

লড়াইটা তাদেরও

আপডেট সময় ০৫:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস মানেই হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আজ তুরিনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালকে আতিথ্য দেবে জুভেন্টাস। সেখান থেকে রাত ১২টা ৪৫ মিনিটে দুদলের মহারণ সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

এ ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালের পথে সেই এগিয়ে যাবে। তবে লড়াইটা শুধু দলীয়ভাবে রিয়াল ও জুভেন্টাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ব্যক্তিগত রোমাঞ্চকর লড়াইও থাকছে।

জিয়ানলুইজি বুফন বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো : বয়স যতই বাড়ছে, ততই যেন আরও ক্ষুরধার ও পরিণত হয়ে উঠছেন বুফন। ৪০ বছর বয়সেও দুরন্ত ফর্মে আছেন জুভেন্টাস গোলরক্ষক। চলতি মৌসুমে সিরি আ’তে তার সাফল্যের হার ৭৬ দশমিক ২ শতাংশ। চ্যাম্পিয়নস লিগে ৬৬ দশমিক ৭ শতাংশ। ফ্রি-কিক থেকে রোনাল্ডোর গোল আটকাতে তিনিই প্রধান ভরসা কোচ। বুফনকে হারানোর চ্যালেঞ্জও থাকছে ইউরোপসেরা টুর্নামেন্টের এবারের আসরে বিধ্বংসী ফর্মে থাকা সিআর সেভেনের।

আন্দ্রেয়া বারজাগলি বনাম গ্যারেথ বেল : জুভেন্টাস রক্ষণভাগের অতন্দ্র প্রহরী বারজাগলি। রিয়ালের ক্ষীপ্রগতির গ্যারেথ বেলকে থামাতে সেরা অস্ত্র হতে পারেন তিনি। ঠাণ্ডা মাথায় যেমনই নিখুঁত ট্যাকল করতে পারেন, তেমনই প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে সমান পারদর্শী এ সেনা। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করতে পারেন। বারবার চোট হানা দেয়ায় এ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি বেল। রিয়ালে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে জোড়া গোল করে লস ব্লাঙ্কোজদের ভরসা দিচ্ছেন তিনি।

জর্জে কিয়েল্লিনি বনাম করিম বেনজেমা : চলতি মৌসুমে সিরি আ’তে সবচেয়ে কম গোল হজম করেছে জুভেন্টাস। সাফল্যের নেপথ্য কারিগর জর্জে কিয়েল্লিনি। ছন্দে না থাকা করিম বেনজেমাকে আটকানোর দায়িত্বটা তার কাঁধেই বর্তাবে। বেলের মতো রিয়ালে ফরাসি স্ট্রাইকারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৮ ম্যাচে করেছেন মাত্র ৬টি গোল। তবে তাকে ছন্দে ফেরাতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল।

ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি বনাম জিনেদিন জিদান: আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র অ্যাল্লেগ্রির। ম্যাচের মধ্যে হঠাৎই রণনীতি পাল্টেসবাইকে চমকে দিতে পারেন তিনি। তবে ঘরের মাঠে তাকে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। জিনেদিন জিদানের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ইতালি কোচকে। দুই চাণক্যের মস্তিষ্কের লড়াইয়ে এখন কে জেতেন-তাই দেখার।