আকাশ স্পোর্টস ডেস্ক:
আসন্ন এগারোতম আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আসর মাঠে গড়াবে ৭ এপ্রিল। এবারের আসরকে সামনে রেখে ভারতমুখী হতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা। যোগ দিচ্ছেন নিজ নিজ দলে।
এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামতে দেখা যাবে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। পাঞ্জাব শিবিরে যোগ দেওয়ার আগে পাঞ্জাবী বিখ্যাত গানের তালে তালে নাচলেন গেইল। নাচের সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ক্যারিবীয় এ ব্যাটিং দানব।
ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল, বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। মাঠে বা মাঠের বাইরে তার সরব উপস্থিতি নাচ, গান এবং বির্তকের ঝড় তুলে। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সেরাটার পর উদযাপনের জন্য নেচে-গেয়ে উদযাপনের জন্য অন্যদের চেয়ে বেশ এগিয়ে ক্যারিবীয়রা। এবারের আসরে গেইলের দল পাঞ্জাব ভালো করলেও হয়তো গেইলের পাঞ্জাবী গানের ওই নাচ জনপ্রিয় হয়ে উঠতে পারে।
নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া ভিডিওতে দেখা যায়। নৌকায় পাঞ্জাবী বিখ্যাত এক গানের সঙ্গে নাচছেন গেইল। হাফ-প্যান্ট আর লাইফ জ্যাকেট পড়ে নাচতে দেখা গেছে আমুদে ক্যারিবীয় এ তারকাকে।
আকাশ নিউজ ডেস্ক 

























