আকাশ স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের পর আইপিএল থেকেও সাময়িক নিষেধাজ্ঞায় পড়েন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। তার পরবর্তীতে রাজস্থান অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের নাম ঘোষণা করে টিম ম্যানেজম্যান্ট।
আইপিএল সিজন একাদশের অধিনায়ক রাহানে হলেও স্মিথের পরিবর্তে কাকে নিয়ে ভাবছে রাজস্থান? অজি ক্রিকেটারের নিষেধাজ্ঞার পর এ নিয়ে দেশি-বিদেশি পত্রিকাগুলো অনেক কথাই লিখেছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সংবাদমাধ্যগুলোর বরাতে জানা যায়, স্মিথের পরিবর্তে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আদর্শ মানে রাজস্থান। আইপিএল নিলামে সাড়া না দেয়া ২৫টি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৪৯ রান তোলা রুটকে যে কোন মূল্যে ফেরানোর প্রত্যয় দলটির।
কিন্তু শুক্রবার (৩০ মার্চ) অর্থাৎ পরেরদিনই শোনা গেল ভিন্ন কথা। রাজস্থান রয়্যালসের হেড অব ক্রিকেট বারুচা জানান স্মিথের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনই তাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য। এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘স্পিন বল মোকাবেলা করতে পারে এমন একজনকেই চায় রাজস্থান। কারণ আইপিএলে স্পিনারই বড় ভূমিকা পালন করে। এ জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে আমরা দক্ষিণ আফ্রিকা বরাবর চিঠি পাঠিয়েছি।’
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘সত্যিকার অর্থে স্পিন বল অসাধারণ খেলতে পারেন হেনরিচ। এমনকি স্পিনে সে বড় শট নিতে পটু। এছাড়া সে রিভার্স সুইপ ও ভালো খেলতে পারে। সবদিক বিবেচনায় হেনরিচ আইপিএল খেলার যোগ্য।’
তবে রোবার (২ এপ্রিল) শেষ পর্যন্ত ভারত ক্রিকেট বোর্ডও হেনরিচের অংশগ্রহণের বিষয়টিকে নিশ্চয়তা দিল।
এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩০ বলে ৬৯ রান তুলে বেশ আলোচিত হয়েছিলেন হেনরিচ। এছাড়া স্পিনে বেশ দক্ষ এই প্রোটিয়া ব্যাটসম্যান।
প্রসঙ্গত, হেনরিচকে যদি রাজস্থান ভিড়াতে পারে তবে তাদের কমপক্ষে ১২ কোটি টাকা সেভ হবে। কারণ ২৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে কিনতে কেবল তার ভিত্তিমূল্যের ৫০ লাখ ডলার খরচ হবে রাজস্থানের। আর এ সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে রাজস্থান।
আকাশ নিউজ ডেস্ক 

























