আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আজ। রবিবার দিন শেষে ৪০১ রানের লিডে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা আজ তিন উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে। দিন শেষে ৩৯ রান করে অপরাজিত আছেন ডেন এলগার। ৩৪ রান করে অপরাজিত আছেন ফাফ ডু প্লেসিস।
জোহানেসবার্গে গত শুক্রবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা ৪৮৮ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের পক্ষে ১৫২ রান করেন এইডেন মার্করাম। ৬৯ রান করেন এবি ডি ভিলিয়ার্স। ৯৫ রান করে অপরাজিত থাকেন টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার পক্ষে শাদ সেয়ার্স ২টি, প্যাট কামিন্স ৫টি ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন।
এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২২১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। অর্থাৎ, প্রথম ইনিংস শেষে তারা ২৬৭ রানে পিছিয়ে থাকে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন টিম পেইনে। ৫৩ রান করেন উসমান খাজা। ৫০ রান করেন প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার পক্ষে ভারনন ফিল্যান্ডার ৩টি, কাগিসো রাবাদা ৩টি, মরনি মরকেল ১টি ও কেশভ মহারাজ ৩টি করে উইকেট নেন।
আকাশ নিউজ ডেস্ক 

























