অাকাশ জাতীয় ডেস্ক:
মাগুরার মহম্মদপুর উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। রবিবার সকালে উপজেলার হাটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ জানান, মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক হতাহত হয়েছে। এর মধ্যে একই উপজেলার ফলশিয়া গ্রামের জাফর শেখের পুত্র নুর ইসলাম ঘটনাস্থলে এবং হাটবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র ইব্রাহিম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অপর যুবক মিলনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























