অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ ফুলমতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফুলমতির স্বামী মুক্তার হোসেন ওরফে মজিদ ওরফে মডেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরের মলমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবের আদালতে হাজির করা হলে সেখানে স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন মজিদ।
গত ১৮ মার্চ সকালে মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার ভাড়া বাড়ি থেকে ফুলমতির লাশ উদ্ধার করে পুলিশ। ফুলমতির লাশ উদ্ধার করা হলে স্বামী মজিদ মিয়া পলাতক ছিলেন।
পরকীয়ায় জড়িত থাকার অপরাধে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আদালতকে জানিয়েছেন মজিদ।
গ্রেপ্তার মজিদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনঘাতি কালিবাড়ি গ্রামের ছামাদ মিয়ার ছেলে।
ফুলমতি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উত্তর নামাজের চর গ্রামের বাসিন্দা। গত তিন মাস আগে স্বামী মজিদের সঙ্গে মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার বাড়ি ভাড়া নিয়ে একই এলাকায় ইউসূফের ইটভায় দিনমুজুরের কাজ করতেন তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পরিদর্শক শ্যামল কুমার দত্ত জানান, স্ত্রী হত্যার পর ঘরে তালা দিয়ে লেবাস পরিবর্তন করে আত্মগোপন করে মজিদ। দাড়ি কেটে, টুপি খুলে পোশাকও পরিবর্তন করে ফেলে। এই সময়ের মধ্যে সে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে।
আকাশ নিউজ ডেস্ক 





















