আকাশ বিনোদন ডেস্ক :
বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে আবুধাবিতে ‘রেস থ্রি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই পরেই আরবাজ খানের সিনেমা ‘দাবাং থ্রি’ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ভাইজান। ৫ এপ্রিল আবুধাবি থেকে ফেরার কথা সালমানের। রেস থ্রি`র কাজ গুছিয়ে প্রভুদেবার কাছে নতুন সিনেমার ক্রিপ্ট শুনবেন। একটি সূত্র জানায়, সালমান হ্যাঁ বললেই ছবিটির শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে চলচ্চিত্র নির্মাতা আরবাজ খান বলেন, ‘আমি নিশ্চিত হয়েই তার পর আপনাদের জানাব। আমি এখন চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আশা করছি, এপ্রিলের শেষ দিকে আমরা এ বিষয়ে পরিষ্কার ভাবে কিছু জানাতে পারবো।’
‘দাবাং থ্রি`র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সালমান খান ও তার বিপরীতে এবারও দেখা যাবে সোনাক্ষি সিনহাকে। পরিচালনা-প্রযোজনা ছাড়াও ছবিটির মাখনচন্দ্র পান্ডে চরিত্রে যথারীতি অভিনয় করবেন আরবাজ খান।
আকাশ নিউজ ডেস্ক 























