আকাশ স্পোর্টস ডেস্ক:
করাচিতে আগামীকাল থেকে ব্যাক টু ব্যাক তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হোটেল এবং স্টেডিয়ামে সফরকারী দলটিকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আট হাজার সদস্য নিয়োগ করেছে পিসিবি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। আইসিসি ক্রিকেট জেনারেল ম্যানেজার জিয়ফ এ্যালারর্ডিচ এবং আম্পয়ার্স ম্যানেজার আদ্রিয়ান গিফিতও উপস্থিত থেকে পুরো ব্যবস্থাপনা দেখভাল করবেন।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক নির্বাসনে যায়। তাই নির্বিঘ্নে সিরিজ আয়োজনের মাধ্যমে আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ব্যপারে আশাবাদী পাকিস্তান।
চলতি মাসের শুরুর দিকে করাচিতে সফলভাবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ফাইনাল আয়োজন করে পিসিবি। ২০১৫ সালে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজনের পর পিএসএল ফাইনাল ছিল দ্বিতীয় বড় কোনো আয়োজন।
গত বছর মার্চে পিএসএল ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। এ ছাড়া গত সেপ্টেম্বরে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি ম্যাচের পর একই মাসের শেষ দিকে শ্রীলংকার বিপক্ষে একটি টি-২০ ম্যাচের ভেন্যুও ছিল লাহোর।
তবে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে অস্বীকৃতি জানানোয় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই এ সিরিজের জন্য দল গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলে নেই নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট, মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলও এভিন লুইস এবং অলাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড। আইপিএলে চুক্তিবদ্ধ হওয়ার কারণে দলে নেই স্পিনার সুনিল নারাইনও।
মিডল অর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মদ দলের নেতৃত্ব দেবেন। দলে সুযোগ পেয়েছেন চার নতুন মুখ ব্যাটসম্যান আন্দ্রে ম্যাক কার্থি, ফাস্ট বোলার ওডিন স্মিথ, বাঁ-হাতি স্পিনার ভিরাসামি পেরমল এবং অলরাউন্ডার কিমো পল।
আকাশ নিউজ ডেস্ক 

























