আকাশ বিনোদন ডেস্ক :
প্রকাশ হল লালনকন্যাখ্যাত সঙ্গীতশিল্পী বিউটির ‘প্রেমসাধনা’ গানের মিউজিক ভিডিও। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন সজীব দাস।
এর আগে লিরিক্যাল ভিডিও প্রকাশ হলেও এবার গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছে সঙ্গীতা। ২৯ মার্চ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি উš§ুক্ত করা হয়।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ বাবুল। গানটি প্রসঙ্গে বিউটি বলেন, ‘আমার মনের মতো একটি গান হয়েছে। এর আগে অডিও গান যারাই শুনেছেন তারাই প্রশংসা করেছেন।
মিউজিক ভিডিও এখন সময়ের চাহিদা। গান যতই ভালো হোক না কেন ভিডিও ছাড়া শ্রোতারা শুনতেই চান না। আশা করছি, মিউজিক ভিডিওর মাধ্যমে গানটি শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে।’
এছাড়া বিউটি এখন স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন কয়েকটি গান নিয়ে কাজ করছেন। যেগুলো শিগগিরই শ্রোতাদের কাছে পৌঁছাবে। সর্বশেষ ‘পাষাণ বন্ধু’ শিরোনামে বিউটির একক অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে।
আকাশ নিউজ ডেস্ক 























