ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

ইতালিতে বাংলাদেশি যুবকের সাফল্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালিতে ডাক্তার হয়ে আলোড়ন সৃষ্টি করলেন বাংলাদেশি সাদিক আহম্মেদ। পরিশ্রমই সফলতার চাবিকাঠি, ডাক্তার হয়ে তা প্রমাণ করে দেখালেন তিনি। তার এই সফলতায় বাংলাদেশিদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্ঠি হয়েছে। পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করল বিদেশের মাটিতে।

প্রায় দীঘ’ ৩৫ বছর বাংলাদেশিদের অভিবাসন ইতালিতে। এরপরও গড়ে ওঠেনি দ্বিতীয় প্রজন্মের কোনো ভাল অবস্থান। ফলে ডা. সাকিব নিজের মেধার গুনে একজন বাংলাদেশি অভিবাসী হিসেবে মানবসেবার মত এরকম একটি পেশায় উত্তীর্ণ হয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ইতালিতে।

সাকিব তার সললতার কথা তুলে ধরে বলেন, আজকের অবস্থানে আসার পেছনে বাবা ও মায়ের অবদান আমার কাছে সব চেয়ে বেশি। বিশেষ করে পরিবারের সহযোগিতা থাকার কারনে আজ আমি ডা. সাকিব হতে পেরেছি। এজন্য পরিবারের কাছে সব সময়ের জন্য ঋণী।

সাকিবের জন্ম ১৯৯২ সালে কুমিল্লা জেলার তিতাস থানায়। মাত্র তিন বছর বয়সে পরিবারের সঙ্গে সে ইতালিতে পাড়ি জমায়। ২০১২ সালে স্কুল ও কলেজের পড়াশুনা শেষ করে তরভেরগাতা ইউনিভার্সিটিতে(ইতালিয়ান ভাষায় Tor Vergata Università। medicina এন্ড chirurgia) মেডিসিন ও সার্জারি বিভাগে ভর্তি হন। চলতি বছরে ২০১৮ কৃতিত্বের সাথে তরভেরগাতা ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাস করে আনুষ্ঠানিক ভাবে সনদ গ্রহন করেন।

ইউনির্ভাসিটির জেনারেল প্যাথোলজি বিভাগের প্রধান জি প্রফেসর ড. ভিটরিও মঞ্জারী (General Pathology Head of the Department Gi Professor Dr. Vittorio Manzari ) এই কৃতীত্বের জন্য তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

রোমের অদূরে ফ্রাসকাটি শহরে বসবাস করেন ডা. সাকিব। তার বাবা বশির আহমেদ একজন ব্যবসায়ী। মাতা জাহানারা আক্তার গৃহিনী। বোন পাপিয়া আক্তার আইন পেশায় রয়েছেন।

সন্তানের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বশির আহমেদ বলেন, সাকিবের স্বপ্ন পূরণ হয়েছে। এখন প্রত্যাশা ডা: সাকিব বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই সাফল্য প্রজন্মের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

ইতালিতে বাংলাদেশি যুবকের সাফল্য

আপডেট সময় ০২:২৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালিতে ডাক্তার হয়ে আলোড়ন সৃষ্টি করলেন বাংলাদেশি সাদিক আহম্মেদ। পরিশ্রমই সফলতার চাবিকাঠি, ডাক্তার হয়ে তা প্রমাণ করে দেখালেন তিনি। তার এই সফলতায় বাংলাদেশিদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্ঠি হয়েছে। পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করল বিদেশের মাটিতে।

প্রায় দীঘ’ ৩৫ বছর বাংলাদেশিদের অভিবাসন ইতালিতে। এরপরও গড়ে ওঠেনি দ্বিতীয় প্রজন্মের কোনো ভাল অবস্থান। ফলে ডা. সাকিব নিজের মেধার গুনে একজন বাংলাদেশি অভিবাসী হিসেবে মানবসেবার মত এরকম একটি পেশায় উত্তীর্ণ হয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ইতালিতে।

সাকিব তার সললতার কথা তুলে ধরে বলেন, আজকের অবস্থানে আসার পেছনে বাবা ও মায়ের অবদান আমার কাছে সব চেয়ে বেশি। বিশেষ করে পরিবারের সহযোগিতা থাকার কারনে আজ আমি ডা. সাকিব হতে পেরেছি। এজন্য পরিবারের কাছে সব সময়ের জন্য ঋণী।

সাকিবের জন্ম ১৯৯২ সালে কুমিল্লা জেলার তিতাস থানায়। মাত্র তিন বছর বয়সে পরিবারের সঙ্গে সে ইতালিতে পাড়ি জমায়। ২০১২ সালে স্কুল ও কলেজের পড়াশুনা শেষ করে তরভেরগাতা ইউনিভার্সিটিতে(ইতালিয়ান ভাষায় Tor Vergata Università। medicina এন্ড chirurgia) মেডিসিন ও সার্জারি বিভাগে ভর্তি হন। চলতি বছরে ২০১৮ কৃতিত্বের সাথে তরভেরগাতা ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাস করে আনুষ্ঠানিক ভাবে সনদ গ্রহন করেন।

ইউনির্ভাসিটির জেনারেল প্যাথোলজি বিভাগের প্রধান জি প্রফেসর ড. ভিটরিও মঞ্জারী (General Pathology Head of the Department Gi Professor Dr. Vittorio Manzari ) এই কৃতীত্বের জন্য তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

রোমের অদূরে ফ্রাসকাটি শহরে বসবাস করেন ডা. সাকিব। তার বাবা বশির আহমেদ একজন ব্যবসায়ী। মাতা জাহানারা আক্তার গৃহিনী। বোন পাপিয়া আক্তার আইন পেশায় রয়েছেন।

সন্তানের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বশির আহমেদ বলেন, সাকিবের স্বপ্ন পূরণ হয়েছে। এখন প্রত্যাশা ডা: সাকিব বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই সাফল্য প্রজন্মের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।