আকাশ বিনোদন ডেস্ক :
‘রাম-লক্ষ্মণ’ এবং ‘তেজাব’ সিনেমার রোম্যান্সে মাধ্যেমে সিনেমার পর্দার ‘রাজকুমার’-রাজকুমারী হয়ে উঠেছিলেন তারা। তবে সিনেপর্দার ‘জুয়া’য় হারিয়ে যায় অনিল-মাধুরী কেমিস্ট্রি। কিন্তু ১৭ বছর পর ‘প্রতিকার’ হতে চলেছে তার। তাই আবারো ‘কৃষণ-কানাইয়া’ জুটির রসায়ন ফুটে উঠবে পর্দায়। সুতারাং একফ্রেমে আবার দেখা যাবে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতকে।
যদিও কবে থেকে সিনেমার শ্যুটিং শুরু হবে! সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি মাধুরী দীক্ষিত বা অনিল কাপুরও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
শ্রীকন্যা জাহ্নবীর ট্যুইটের পর, বলিপাড়ায় তৈরি হয়েছিল গুঞ্জনের। শোনা যাচ্ছিল, শ্রীদেবীর শেষ না করে যাওয়া ছবিতে অভিনয় করবেন মাধুরী। সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত। আর এই জল্পনার অবসান ঘটিয়ে এখন বলিউড টাউনের নতুন খবর, সঞ্জয় নয়, মাধুরীর সঙ্গে দেখা যাবে অনিল কাপুরকে। সূত্র: কোলকাতা ২৪x৭।
আকাশ নিউজ ডেস্ক 























