ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাদেশের কেউ বল টেম্পারিং করলে আরও কঠিন শাস্তি’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি বল টেম্পারিংয়ের মতো ঘটনার সঙ্গে কখনও জড়িয়ে পড়ে, তার জন্য তাকে আরও কঠিন শাস্তি পেতে হবে।’ বল টেম্পারিংয়ের বিষয়ে ক্রিকেটারদের সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।

কাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া ক্রিকেটের উদ্বোধন করার সময় নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি ঠিকই আছে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে বিসিবি প্রধান মনে করেন যে, আইসিসির এক ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি কম হয়ে গেছে।

বল বিকৃতি কেলেঙ্কারির চড়া মূল্য দিতে হয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। প্রথম দু’জনকে এক বছর এবং শেষেরজনকে নয় মাস নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ নিয়ে ক্রিকেটবিশ্ব তোলপাড়। সারা বিশ্বের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। অধিকাংশই সমর্থন করছেন এ শাস্তি। কারও কারও মতে, এটি লঘু পাপে গুরুদণ্ড। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি এমন ঘটনা ঘটাতেন, তাহলে কী হতো?

এ প্রশ্নের উত্তরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেন, ‘ক্রিকেটে বল বিকৃতি করা অনুচিত। ক্রিকেটের মতো এত সুন্দর খেলার সঙ্গে এটা যায় না।’ তিনি যোগ করেন, ‘যখন থেকে ক্রিকেট খেলছি, আমাদের দলে কাউকে এমনটা করতে দেখিনি।’

খালেদ মাহমুদ বলেন, ‘আমরা সবসময় ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাছাড়া আমাদের বল বিকৃত করার মতো কেউ নেই। অনেক পাকিস্তানি খেলোয়াড় ঢাকা লিগে খেলতে এসে টেম্পারিং করত। তাদের বলে রিভার্স সুইং হতো এ কারণে। ধরে নিতাম যে, তারা আসলে এটা জানে, করে। কিন্তু এখন যেটা হল, সেটা খুবই দুঃখজনক। এত বড় দল অস্ট্রেলিয়া। তাদের কেন এসব করতে হবে। আমরা করলে কি হতো জানি না। কিন্তু বাংলাদেশের কাউকে আমি কখনও এমন কিছু করতে দেখিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশের কেউ বল টেম্পারিং করলে আরও কঠিন শাস্তি’

আপডেট সময় ০৫:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি বল টেম্পারিংয়ের মতো ঘটনার সঙ্গে কখনও জড়িয়ে পড়ে, তার জন্য তাকে আরও কঠিন শাস্তি পেতে হবে।’ বল টেম্পারিংয়ের বিষয়ে ক্রিকেটারদের সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।

কাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া ক্রিকেটের উদ্বোধন করার সময় নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি ঠিকই আছে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে বিসিবি প্রধান মনে করেন যে, আইসিসির এক ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি কম হয়ে গেছে।

বল বিকৃতি কেলেঙ্কারির চড়া মূল্য দিতে হয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। প্রথম দু’জনকে এক বছর এবং শেষেরজনকে নয় মাস নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ নিয়ে ক্রিকেটবিশ্ব তোলপাড়। সারা বিশ্বের ক্রিকেটাররা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। অধিকাংশই সমর্থন করছেন এ শাস্তি। কারও কারও মতে, এটি লঘু পাপে গুরুদণ্ড। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি এমন ঘটনা ঘটাতেন, তাহলে কী হতো?

এ প্রশ্নের উত্তরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেন, ‘ক্রিকেটে বল বিকৃতি করা অনুচিত। ক্রিকেটের মতো এত সুন্দর খেলার সঙ্গে এটা যায় না।’ তিনি যোগ করেন, ‘যখন থেকে ক্রিকেট খেলছি, আমাদের দলে কাউকে এমনটা করতে দেখিনি।’

খালেদ মাহমুদ বলেন, ‘আমরা সবসময় ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাছাড়া আমাদের বল বিকৃত করার মতো কেউ নেই। অনেক পাকিস্তানি খেলোয়াড় ঢাকা লিগে খেলতে এসে টেম্পারিং করত। তাদের বলে রিভার্স সুইং হতো এ কারণে। ধরে নিতাম যে, তারা আসলে এটা জানে, করে। কিন্তু এখন যেটা হল, সেটা খুবই দুঃখজনক। এত বড় দল অস্ট্রেলিয়া। তাদের কেন এসব করতে হবে। আমরা করলে কি হতো জানি না। কিন্তু বাংলাদেশের কাউকে আমি কখনও এমন কিছু করতে দেখিনি।’