অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
অগোছালো বিছানা। মেঝেতে পড়ে আছে খাবার প্যাকেট, মদের বোতল। আর সিলিংফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলছেন সুধাকর কুমার। দরজা ভেঙে রুমে ঢুকে এমন দৃশ্য দেখেই অবাক হন হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ।
তারা দেখতে পেলেন সাধনের মোবাইল ফোনেই তার আত্মহত্যার ভিডিও রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুরের ইসলামপুর তিস্তাপল্লী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সাধন (৩৮) বিহারের বৈশালী জেলার লালগঞ্জের বাসিন্দা। তিনি বিহার থেকে এসে উত্তর দিনাজপুরের হোটেলে এসে উঠেছিলন।
হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ৮টার দিকে হোটেলে ওঠেন সুধাকর। এর পর রাতের খাবার নিয়ে ঘরে ঢোকার পর আর রুম থেকে বের হননি তিনি।
পর দিন সকাল ১০টার দিকে সাফাইকর্মী এসে সুধাকর কুমারের রুমে ডাকাডাকি করেন। কিন্তু অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় হোটেলের ম্যানেজারকে খবর দেন এক পরিচ্ছন্নতাকর্মী।
ম্যানেজার পরিস্থিতি বুঝে হোটেলের মালিক ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে রুমের দরজা ভেঙে সিলিংফ্যানে সুধাকরের ঝুলন্ত লাশ দেখতে পান।
পুলিশ জানায়, সুধাকরের কক্ষে খাবারের খালি প্যাকেট ও মদের বোতল পড়েছিল। সেখান থেকে উদ্ধার হওয়া তার মোবাইলে আত্মহত্যার ভিডিওর রেকর্ড রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























