অাকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণাঞ্চলের ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- দুমকি : বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় সুষ্ঠুভাবেই গতকাল সম্পন্ন হয়েছে দুমকির দু’টি ইউনিয়নের সাধারণ নির্বাচন। বিপুল উৎসাহে ভোটাররা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেন। মহিলা ভোটারের উপস্থিতি বেশি পরিলক্ষিত হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রচ- রোদে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় তাদেরকে।
“আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দিব” এ প্রবাদের প্রতিফলন ঘটেছে এবারে। অনুষ্ঠিত নির্বাচনে খুশী ভোটাররা। অধিকাংশ ভোটার জানান, ‘আগের তুলনায় এবারে শান্ত পরিবেশে ভোট দিয়েছি।’ তবে লেবুখালী ইউনিয়নে দক্ষিণ লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টের বিচারে জনপ্রতি এক হাজার করে ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। লেবুখালীতে আ’লীগের মো.শাহআলম আকন এবং শ্রীরামপুরে আ’লীগের আমিনুল ইসলাম ছালাম নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। খবর ছড়িয়ে পড়লে বিজয়ী প্রার্থীর কর্মীরা আনন্দ মিছিল করেন।
কলাপাড়া : কলাপাড়ায় ইউপি নির্বাচনে আ’লীগের জয়-জয়কার। ভরাডুবি হয়েছে বিএনপির। তবে ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীক আলোচনায় উঠে এসেছে। পাঁচ ইউপির চারটিতে আ’লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। একটিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। মিঠাগঞ্জ ইউনিয়নে কাজী হেমায়েত উদ্দীন হিরন (নৌকা), বালিয়াতলী এবিএম হুমায়ুন কবির (নৌকা), ডালবুগঞ্জ আব্দুস সালাম সিকদার (নৌকা), চম্পাপুর রিন্টু তালুকদার (নৌকা) এবং ধানখালীতে আ’লীগের বিদ্রোহী রিয়াজ তালুকদার (ঘোড়া) জয়ী হয়েছেন। ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে কলাপাড়ায় পাঁচটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন বলে ভোটাররা উৎসবমুখর রয়েছেন।
বাকেরগঞ্জ : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন। এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: জাহিদুল হাসান বাবু। ধানের শীষ প্রতীক নিয়ে সাজ্জাদুল ইসলাম মোল্লা’র ভরাডুবি হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো বেশি। নির্বাচন চলাকালীন কোনো ভোট কেন্দ্রে ঘটেনি অপ্রীতিকর কোনো ঘটনা। ভোট কেন্দ্রসহ ইউনিয়নের প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে ছিলো পুলিশসহ বিভিন্ন প্রশাসনিক বাহিনীর জোরদার টহল। জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছিলো অব্যাহত। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী সালেহ মুস্তানজির ছুটেছেন প্রতিটি ভোট কেন্দ্রে।
পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি কর্মকর্তাদের টহল ছিলো চোখে পড়ার মতো। এ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল হাসান বাবু নৌকা প্রতীকে ৯ হাজার ১০৩ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯৭ ভোট। বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আ: খালেক চৌধুরী হাত পাখা প্রতীকে পেয়েছেন ৫৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া সোহেব মিরাজ আনারস প্রতীকে পেয়েছেন ৫০ ভোট। নির্বাচনে বিজয়ের পরপরই জাহিদুল হাসান বাবুকে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: লোকমান হোসেন ডাকুয়া বুকে জড়িয়ে নেন। এ সময় জাহিদুল হাসান বাবু’র গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। করা হয় মিষ্টি মুখ।
আমতলী : তালতলী উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতীকে ২৬২৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জিএম মোশাররফ বিশ্বাস ঘোড়া প্রতীকে ১৯৮০ ভোট পেয়েছেন। আবুল বাসার বাদশা তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নৌকার বিজয় হয়েছে। এ বিজয় ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবো।’ তালতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলীম উদ্দিন বলেন, সর্বশেষ তথ্য মতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদার এগিয়ে রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























