অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি পাননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু হঠাৎ কারা অধিদপ্তর থেকে জানানো হয়, খালেদা জিয়া অসুস্থ। সেজন্য মির্জা ফখরুলকে সাক্ষাত করার অনুমতি দেয়া হচ্ছে না।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান দৈনিক আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা করার কথা ছিল। কিন্তু দুপুরে মহাসচিবকে জানিয়ে দেয়া হয়- বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তাই তিনি দেখা করার অনুমতি পাচ্ছেন না।
এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া রায়ে তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায়ের দিন থেকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বিএনপি প্রধানকে।
এর মধ্যে গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বকশিবাজারের বিশেষ জজ আদালতে আনার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে আনা হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 




















