ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: প্রধান উপদেষ্টা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে ফের চিঠি বিসিবির আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ প্রচারের প্রথম দিনেই বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ, আহত ২০ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে: বাদশা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, স্বাধীনতা না পেলে বাংলাদেশ এতো সুন্দর হতো না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমাদের মুক্তি, একটা লাল-সবুজ পতাকা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য। সেই ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে।

রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে স্কুলটির চত্বরেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাদশা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলে দেশ সম্পর্কেই জানা যাবে না। তাই এই চর্চা করতে হবে।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, তিনি রাজশাহী শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই বিনামূল্যে বিতরণ করেছেন। বাদশা জানতে চান, বইগুলো এই স্কুলের শিক্ষার্থীরা পেয়েছে কিনা। শিক্ষার্থীরা জবাব দেয়, তারা পেয়েছে।

বাদশা তাদের প্রশ্ন করেন, ‘বইগুলো কি সবাই পড়েছ?’ শিক্ষার্থীরা একসাথে জবাব দেয়- তারা সবাই সব বই পড়েছে। বাদশা শিক্ষার্থীদের বলেন, বইগুলো তোমরা ভালো করে মাঝেমাঝেই পড়বে। তাহলে আমরা আমাদের আদর্শ, লক্ষ্য, অগ্রগতি ও নীতি সম্পর্কে উপলব্ধি করতে পারব।

স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী এবং জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলটির প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার। সহকারী প্রধান শিক্ষক অনল কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র ঘোষ। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে তাক লাগালেন জয়া আহসান

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে: বাদশা

আপডেট সময় ০৩:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, স্বাধীনতা না পেলে বাংলাদেশ এতো সুন্দর হতো না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমাদের মুক্তি, একটা লাল-সবুজ পতাকা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য। সেই ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে।

রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে স্কুলটির চত্বরেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাদশা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলে দেশ সম্পর্কেই জানা যাবে না। তাই এই চর্চা করতে হবে।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, তিনি রাজশাহী শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই বিনামূল্যে বিতরণ করেছেন। বাদশা জানতে চান, বইগুলো এই স্কুলের শিক্ষার্থীরা পেয়েছে কিনা। শিক্ষার্থীরা জবাব দেয়, তারা পেয়েছে।

বাদশা তাদের প্রশ্ন করেন, ‘বইগুলো কি সবাই পড়েছ?’ শিক্ষার্থীরা একসাথে জবাব দেয়- তারা সবাই সব বই পড়েছে। বাদশা শিক্ষার্থীদের বলেন, বইগুলো তোমরা ভালো করে মাঝেমাঝেই পড়বে। তাহলে আমরা আমাদের আদর্শ, লক্ষ্য, অগ্রগতি ও নীতি সম্পর্কে উপলব্ধি করতে পারব।

স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী এবং জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলটির প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার। সহকারী প্রধান শিক্ষক অনল কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র ঘোষ। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।