ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

মেসির না খেলা নিয়ে প্রশ্ন!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইতালির বিপক্ষে দর্শক হয়ে খেলা দেখেছিলেন লিওনেল মেসি। তবে তা নিয়ে আফসোস ছিল না আর্জেন্টাইনদের এবং গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্ত-সমর্থকদের। কারণ ২-০ গোলের ওই জয়ে তার না খেলাটা আড়াল হয়ে গিয়েছিল।

যত প্রশ্ন স্পেনের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচ নিয়ে। সেই ম্যাচে কেন খেললেন না মেসি? খেলার মতো মোটামুটি ফিট থাকার পরও কেন মাঠে নামলেন না তিনি? মেসি থাকলে এ করুণ দশা হতো না আকাশি-সাদাদের?

এ রকম অসংখ্য প্রশ্ন তুলতেই আছেন সমালোচকরা। সেই দলে রয়েছেন ফুটবল আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক হুগো গাত্তিও। তার মতে, হোক না সেটি প্রীতিম্যাচ। যেহেতু প্রতিপক্ষ ছিল স্পেন, সেহেতু স্বদেশের জন্য একটু ঝুঁকি নিতেই পারত মেসি।

মৌসুম অন্তিমলগ্ন। কয়েক দিন পরই শুরু হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব। ক্লাব ছুটির ফাঁকে প্রীতিম্যাচ খেলছে রাশিয়া বিশ্বকাপে টিকিট কাটা দলগুলো। স্বাভাবিকভাবেই এর আগে দলের প্রাণভোমরাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে তারা- যদি না আবার ইনজুরিতে পড়ে যান। ঝুঁকি নেননি আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিও। তবে অতশত হিসাব কষতে রাজি নন গাত্তি।

দেশের খেলা, জাতিসত্তার টানেই জার্সি গায়ে দিতে হবে। চোট গুরুতর হলে আলাদা কথা। ছোটখাটো চোট নিয়ে কেন খেললেন না মেসি? কিছুতেই উত্তর পাচ্ছেন না তিনি। খেলোয়াড়ি জীবনে ‘মেডম্যান’ হিসেবে পরিচিত এ ফুটবলার তাই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ছোট ম্যাজিসিয়ানকে- স্পেনের বিপক্ষে মেসিকে খেলতে হতো। শেষ পর্যন্ত সবাই তাকে দেখার অপেক্ষায় ছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হলে ঠিকই দেশের ডাকে সাড়া দিত। ব্যথা নিয়েও সে খেলত।

আগামী শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে মেসি খেলবেন কিনা, তা নিয়েও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে তা নিয়ে চিন্তিত নন কোচ আর্নেস্টো ভালভার্দে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

মেসির না খেলা নিয়ে প্রশ্ন!

আপডেট সময় ০২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইতালির বিপক্ষে দর্শক হয়ে খেলা দেখেছিলেন লিওনেল মেসি। তবে তা নিয়ে আফসোস ছিল না আর্জেন্টাইনদের এবং গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্ত-সমর্থকদের। কারণ ২-০ গোলের ওই জয়ে তার না খেলাটা আড়াল হয়ে গিয়েছিল।

যত প্রশ্ন স্পেনের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচ নিয়ে। সেই ম্যাচে কেন খেললেন না মেসি? খেলার মতো মোটামুটি ফিট থাকার পরও কেন মাঠে নামলেন না তিনি? মেসি থাকলে এ করুণ দশা হতো না আকাশি-সাদাদের?

এ রকম অসংখ্য প্রশ্ন তুলতেই আছেন সমালোচকরা। সেই দলে রয়েছেন ফুটবল আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক হুগো গাত্তিও। তার মতে, হোক না সেটি প্রীতিম্যাচ। যেহেতু প্রতিপক্ষ ছিল স্পেন, সেহেতু স্বদেশের জন্য একটু ঝুঁকি নিতেই পারত মেসি।

মৌসুম অন্তিমলগ্ন। কয়েক দিন পরই শুরু হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব। ক্লাব ছুটির ফাঁকে প্রীতিম্যাচ খেলছে রাশিয়া বিশ্বকাপে টিকিট কাটা দলগুলো। স্বাভাবিকভাবেই এর আগে দলের প্রাণভোমরাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে তারা- যদি না আবার ইনজুরিতে পড়ে যান। ঝুঁকি নেননি আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিও। তবে অতশত হিসাব কষতে রাজি নন গাত্তি।

দেশের খেলা, জাতিসত্তার টানেই জার্সি গায়ে দিতে হবে। চোট গুরুতর হলে আলাদা কথা। ছোটখাটো চোট নিয়ে কেন খেললেন না মেসি? কিছুতেই উত্তর পাচ্ছেন না তিনি। খেলোয়াড়ি জীবনে ‘মেডম্যান’ হিসেবে পরিচিত এ ফুটবলার তাই সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ছোট ম্যাজিসিয়ানকে- স্পেনের বিপক্ষে মেসিকে খেলতে হতো। শেষ পর্যন্ত সবাই তাকে দেখার অপেক্ষায় ছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হলে ঠিকই দেশের ডাকে সাড়া দিত। ব্যথা নিয়েও সে খেলত।

আগামী শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে মেসি খেলবেন কিনা, তা নিয়েও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে তা নিয়ে চিন্তিত নন কোচ আর্নেস্টো ভালভার্দে।