অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় হাসিন আরা খানম (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হল।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণের আগুনে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
মৃত হাসিন আরা পল্লবীর ছয়তলা ওই ভবনের মালিক ইয়াকুব আলীর স্ত্রী। এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা যায় রুহি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ছয়তলা ওই ভবনের নিচতলায় পানির ট্যাংক বিস্ফোরণে রুহির শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
এ ছাড়া অন্য দগ্ধরা হলেন- বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), ভাড়াটে ইয়াসমিন (২৭) ও শ্রমিক হাসান (৩২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধরা আশঙ্কাজনক। শ্বাসনালি পুড়ে গেছে। ইয়াকুবের ২৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























