অাকাশ জাতীয় ডেস্ক:
সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) অনার্সের ১৬টি ও মাস্টার্সের ৬টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও দুপুর এ দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রবেশপত্র না থাকলে কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিডটার্ম পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা পরীক্ষার ফরম ফিলাপে ব্যস্ত। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.gonouniversity.edu.bd পাওয়া যাবে। গণ বিশ্ববিদ্যালয় বছরে দুবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে থাকে।
আকাশ নিউজ ডেস্ক 

























