আকাশ বিনোদন ডেস্ক :
বর্তমান বিশ্বের আলোচিত জুটি গুলোর একটি বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। চুটিয়ে প্রেম করে বিয়ে পর্যন্ত করেছেন। এরপরও দুজন দুজনার প্রতি ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছেন অনবরত। আনুশকার ছবি মুক্তি পাওয়ার পর কোহলির টুইট ও নারী দিবসে আনুশকাকে উদ্দেশ্য করে বার্তা সবকিছুই কোহলির ভালোবাসার বহি:প্রকাশ। ভক্তদের তিনি বারবার বোঝাচ্ছেন আনুশকাকে কতটা ভালোবাসেন তিনি। বসে নেই আনুশকাও। স্বামীর প্রতি এবার নিজের টান প্রকাশ করলেন এই অভিনেত্রীও।
দুজনই এখন পেশা নিয়ে ব্যস্ত। একজন ক্রিকেট নিয়ে আর একজন শুটিং নিয়ে। তাই দুজনের দেখাটাও কম হওয়ারই কথা। কিন্তু কাজের চেয়ে যে স্বামীর দাম বেশি সেটিই বোঝালেন আনুশকা। কোহলির সঙ্গে দেখা করতে ছবির শুটিংই বন্ধ রাখলেন এই নায়িকা।
এত দিন সুই ধাগা ছবিটির শুটিং হয়েছে ভারতের চান্দেরি শহরে। এবার শুটিং দিল্লিতে। অন্যদিকে কিছুদিনের মধ্যেই শুরু হবে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রস্তুতির জন্য বেশ ব্যস্ত থাকতে হচ্ছে কোহলিকে। আইপিএল শুরু হয়ে গেলে তো এই ক্রিকেটারের সানিধ্য পাওয়াটাই মুশকিল হয়ে যাবে অানুশকার জন্য। তাইতো সুযোগকে কাজে লাগালেন এ নায়িকা। স্বামীর সঙ্গে সময় কাটানোর জন্য শুটিং বন্ধ রাখলেন দুই দিন।
আকাশ নিউজ ডেস্ক 























