আকাশ বিনোদন ডেস্ক :
দুই বছর পর নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন চলতি সময়ের জনপ্রিয় ফোক তারকা মৌসুমী আক্তার সালমা। গানটির নাম ‘আশায় আশায়’। মিউজিক ভিডিওটিতে নিজেই মডেল হয়েছেন তিনি। আর মডেল হিসেবে কাজ করতে গিয়ে অন্যরকম সালমাকেই আবিস্কার করা গেছে। সালমার সঙ্গে এখানে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম।
সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। গত সোমবার ২৬শে মার্চ সালমা তার নিজের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করেন।
ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। সালমা বলেন, অকেটা হঠাৎ করেই মিউজিক ভিডিওটি প্রকাশ করেছি। প্রকাশের দুদিনের মধ্যেই খুব ভালো সাড়া পাচ্ছি। গায়কির পাশাপাশি সবাই এতে আমার অভিনয়েরও প্রশংসা করছেন। আমার বিশ্বাস গানটি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালোর দিকে যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























