অাকাশ জাতীয় ডেস্ক:
ভোট নিয়ে সরকার কী চিন্তা করছে, সেটা বুঝতে পারছেন না বিএনপি নেতা জয়নাল আবদীন ফারুক। তিনি বলেন, সরকার যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়, তাহলে তাদের ‘সহ্য ক্ষমতা’ বাড়াতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে এই মন্তব্য করেন ফারুক। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে বিএনপিপন্থী একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। এই দাবি পূরণ হচ্ছে না, এটি এবারও স্পষ্ট আর এ কারণে আগামী নির্বাচন নিয়েও অনিশ্চয়তা কাটছে না।
বিএনপি নেতা ফারুক বলেন, ‘সরকার কী চিন্তা করছে বুঝতে পরছি না, সরকার যদি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায় তবে তাদের সহ্য ক্ষমতা বাড়াতে হবে। তাদের উচিৎ বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়া এবং জামিনে খালেদা জিয়াকে মুক্তি দেয়া।’
এই দেশে ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে ফারুক বলেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে এই দেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না বিএনপি। তা হতে দেয়া হবে না।’
বিএনপি ২০১৪ সালে ভোট ঠেকাতে ব্যর্থ হলেও তাদেরকে বাতিলের খাতায় না রাখতেও সতর্ক করে দেন ফারুক। বলেন, ‘বিএনপি এই দেশে ভেসে আসে নাই।’
‘আমাদের দারি মেনে নেন। এরপর এক সপ্তাহের মধ্যে যদি নির্বাচন দেন, বিএনপি নির্বাচনে যাবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















